মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর বিরুদ্ধে দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা ইটভাটা মালিক সমিতি।
এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলার খোলাপাড়ায় সমিতির কার্যালয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন।
সিংগাইর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এবং কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, "বিএনপি নেতা দেওয়ান মাহবুবুর রহমান মিঠুকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। মিঠু ভাই সততার সাথে রাজনীতি করেন। তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। এই সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের বানোয়াট সংবাদ ছাপানো হয়েছে।"
চাঁদা দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সমিতির পক্ষ থেকে একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “ইটভাটার কোনো মালিক বা সমিতি তাকে কখনো কোনো চাঁদা দেয়নি। কেউ যদি এর প্রমাণ দিতে পারে, তাকে আমরা ৫ লাখ টাকা পুরস্কার দেবো।”
সমিতির নেতারা আরও অভিযোগ করেন, প্রতিবেদনটি প্রকাশের আগে তাদের কারো কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতির পরিপন্থী। তারা এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইটভাটা মালিক কামরুল ইসলাম (কেবিসি), আমিনুল ইসলাম (এবিবি), মজনু মিয়া (জিবিসি), সিরাজ হোসেন (ওএবি), হাবিবুর রহমান হাবু (এইচবিসি), মো. নজরুল ইসলাম (জিবিসি), আব্দুল আউয়াল (এবিসি), নজরুল ইসলাম (কেএফসি), মো. সুরুজ (এএবি), গাজী (এএবি) সহ উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক ও প্রতিনিধিরা।