মো. ইলিয়াছ আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুর শিবচর উপজেলায় ৬,৮০০ পিসইয়াসহ জুয়েল ফরাজী (২৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে শিবচর থানা পুলিশ।(৩০ মে) শুক্রবার রাত আড়াই টার দিকে- শেখপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত - জুয়েল ফরাজী ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়ার হাটবাজার গ্রামের আজিজুল হকের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার করে মাদক বহনকারী আসতেছে।এমন সংবাদ পেয়ে শিবচর থানার পরিদর্শক তদন্ত মুন্সি আশফাকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শিবচর উপজেলার শেখপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার উপরে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় মাদারীপুরগামী- ঢাকা মেট্টো-গ ২৩-০৭৫৩ নাম্বারের সাদা রঙ্গের একটি প্রাইভেটকার গতিরোধ করে গাড়ীর ভীতরে থাকা জুয়েল ফরাজীর নিকট থেকে ৬, ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবা বহন কারি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।
এ বিষয় শিবচর থানার পরিদর্শক তদন্ত মুন্সি আশফাকুল ইসলাম বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে একটি মাদকবহন প্রাইভেটকার ও ৬,৮০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। পরে মামলা প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে মাদক মামলায় মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়।