ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন বালিথা এলাকায় আকিজ গোডাউনের সামনে সেলফি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
ঘটনাস্থলেই নিহত মোটরসাইকেল চালক মোহাম্মদ রাকিব হোসেন (২২), মানিকগঞ্জ সদর উপজেলার নারীকুলি গ্রামের মো. রজব আলীর ছেলে। একই ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী মজিদ হোসেন (২২) নামক আরেকজন গুরুতর আহত হয়েছে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার নারীকুল গ্রামের মো. নুর হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার। তিনি জানান,দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে।
গোলড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের একটি বাস (রেজি নং ঢাকা মেট্রো-ব-১৪-২৩৯৪) দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন এ্যাপাসি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
এ দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার বলেন,খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার এসআই জাকারিয়া হোসেন ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহন থানার হেফাজতে নিয়ে আসেন। ঘটনাটি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।