সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন অবৈধ মেসার্স কাজী ট্রেডার্স নামে ওই মিনি পেট্রোল পাম্পকে জরিমানা ও ডিসপেন্সার মেশিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস. এম. আব্দুল্লাহ বিন শফিক অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ও দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করেন। অভিযানে সহযোগিতা করেন সিঙ্গাইর থানা পুলিশ।
জানাগেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারের পাশে “মেসার্স কাজী ট্রেডার্স” নামে ওই মিনি পাম্পটি স্থাপন করা হয়েছে একটি আবাসিক ভবনের নিচে।বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই ডিসপেন্সার মেশিন বসিয়ে বিক্রি করতেন ডিজেল, পেট্রোল, অকটেন।
এনিয়ে গত বুধবার জাতীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। পরে বুধবার বিকেলে অভিযান চালানো হয় ওই মিনি পেট্রোল পাম্পে।
সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস. এম. আব্দুল্লাহ বিন শফিক বলেন, মিনি পেট্রোল পাম্পটির বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স, জেলা প্রশাসকের অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারেনি। অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ও দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।