মো: নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে অবৈধ মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ঘিওর উপজেলা প্রশাসন। অবৈধ মাটি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নদী থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল।
শনিবার (২৪মে) দুপুরে ঘিওর উপজেলার নালী ইউনিয়নের গাঙডুবি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন বলেন, অবৈধ মাটি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে উপজেলার নালী ইউনিয়নের গাঙডুবি এলাকায় নদী থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং কেল্লাই বাজারের পাশে ১ টি ড্রেজারের প্রায় ৫০০মি পাইপ বিনষ্ট করে দেওয়া হয়েছে। এসব অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।