মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের কালীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটের ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে । ১৬ই জানুয়ারি (বৃহস্পতিবার) গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের অভিযানে মেসার্স ফারুক ট্রেডার্স এর আর.এফ.এস ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
এই অভিযান পরিচালিত হয় সুলতানা সালেহা সুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে। তিনি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং চিমনি ভাঙ্গা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, "পরিবেশের সুরক্ষা এবং আইনানুগ কার্যক্রম নিশ্চিত করতে আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো।"